Install Visual Studio Code
আজকেই এই পর্বে আমরা শিখব কিভাবে VS Code আমাদের PC/Laptop এর মধ্যে Install করতে হয় এবং তা Dart এবং Flutter Application Development এর জন্য Setup করতে হয় ।
Last updated
আজকেই এই পর্বে আমরা শিখব কিভাবে VS Code আমাদের PC/Laptop এর মধ্যে Install করতে হয় এবং তা Dart এবং Flutter Application Development এর জন্য Setup করতে হয় ।
Last updated
প্রথমেই আমাদের মাথায় এইটা আসতে পারে যে Already তো আমরা Android Studio Install করেছি তাহলে কেন আবার Visual Studio Code Install করব? তো তাদের জন্য বলতে চাই । আপনার PC/Laptop configuration যদি ভাল মানের না হয় সেক্ষেত্রে Android Studio ব্যবহার করতে গিয়ে আপনি কিছু সমস্যা তে পরতে পারেন । যেমন ল্যাগ করা , হ্যাং হয়ে যাওয়া, দেরিতে কাজ করা এমন কিছু । তাই আপনি চাইলে Android Studio এর পরিবর্তে VS Code ব্যবহার করতে পারেন । তো এর আগের Section এ আমরা দেখে নিয়েছিলাম কিভাবে Dart SDK এবং Flutter SDK Downloads করতে হয় এবং তা দিয়ে কিভাবে Environment Setup করতে হয় । তাই আর আজকে এই নিয়ে আলোচনা করলাম না । তো প্রথমে আজকে আমরা Visual Studio Code Download করবে এবং এর পরে Install করে নিব ।
Visual Studio Download Link:
Downloads শেষ হইলে .exe file এর উপরে ক্লিক করে Install করে নিবেন ।
Install Complete হয়ে গেলে আপনাকে open করতে হবে । প্রথমবার Open করলে আপনাকে Theme choose করত বলবে সাথে আরও কিছু setup এর option আসবে , চাইলে নিজের মতো করে setup করে নিতে পারেন। এর পরে আপনাকে setup করতে হবে dart এবং flutter এর মধ্যে কোড করার জন্য । এর জন্য আপনি যেইটা করতে পারেন । Extension লিখাতে ক্লিক করবেন এবং সেইখানে সার্চ বারে সার্চ দিবেন dart লিখে তাহলে dart এর plugin চলে আসবে । এইটা install করে নিবেন এর পরে flutter লিখে সার্চ দিবেন এবং flutter এর plugin টি install দিবেন । Install complete হইলে এখন আপনাকে IDE / VS Code restart দিতে হবে। Restart দিয়ে Open করার পরে আপনার VS code এর মধ্যে Dart এবং Flutter এর কোড কয়ার জন্য তৈরি । এর পরে চাইলেই নিজে নিজে একটি নতুন Project create করে dart programming শুরু করে দিতে পারবেন । নিচের ভিডিও তে বিস্তারিত দেখানো হইল ।