Install Android Studio and Dartpad
আজকের এই পর্বে আমরা জানব কিভাবে আমাদের কম্পিটারের মধ্যে Dart Programming এবং Flutter Development শিখার জন্য Environment setup করব ।
Last updated
আজকের এই পর্বে আমরা জানব কিভাবে আমাদের কম্পিটারের মধ্যে Dart Programming এবং Flutter Development শিখার জন্য Environment setup করব ।
Last updated
Dartpad মূলত dart programming code করার জন্য একটি অনলাইন কোড Editor. এইখানে আপনারা চাইলেই Dart Programming এর কোড লিখতে পারবেন এবং রান করতে পারবেন । আপনারা চাইলেই এইখানে আপনাদের Dart Programming করতে পারবেন ।
Dartpad Link:
উপরের লিঙ্ক এ ক্লিক করলেই আপনারা সরাসরি Dartpad এ চলে যাবেন এবং সেইখানে নিজে নিজেই কোড করতে পারবেন ।
অনলাইনে Code Editor এর কিছু সমস্যা রয়েছে এর জন্য আপনারা চাইলে আপনাদের Computer/Laptop এর মধ্যে আপনাদের Dart / Flutter Environment Setup করে নিতে পারেন । এর জন্য আপনাকে আগে Dart SDK এবং Flutter SDK Download করে নিতে হবে । নিচে এই দুইটি SDK এর লিঙ্ক দেয়া আছে । আপনারা আপনাদের OS অনুযায়ী Download করে নিবেন ।
Dart SDK Download Link:
Flutter SDK Download Link:
Dart এবং Flutter SDK Download করার পরে আপনাকে Computer/Laptop এর মধ্যে এই দুইটা SDK এর জন্য Environment path create করতে হবে । এর জন্য আগে আপনাকে ZIP ফাইল দুইটা Unzip করে PC/Laptop এর C Drive এর মধ্যে src নামে Folder create করে এর ভিতরে রাখবেন । এর পরে Dart এবং Flutter এর bin folder path copy করে environment path এর মধ্যে setup করে হবে । বিস্তারিত তে দেখনো আছে ।
Dart এবং Flutter SDK environment path create হয়ে গেলে এর পরে আপনাকে Android Studio Download করতে এবং Install করতে হবে ।
Android Studio Download Link:
উপরের লিঙ্ক থেকে Android Studio Download করার পরে আপনাকে .exe file এ ক্লিক করে এইটি Install করে নিতে হবে । পুরো Installation সম্পূর্ণ হলে আমাদেরকে Android Studio setup করতে হবে Dart এবং Flutter এর কোড করার জন্য ।
পুরো Installtion শেষ করে আমরা নতুন করে Android Studio open করব । এর পরে প্রথমেই plugin option এর মধ্যে ক্লিক করব । এইখানে আসার পরে আমাদেরকে দুইটা plugin install করে নিতে হবে । প্রথমে Dart plugin টি Install করব এবং এর পরে Flutter plugin install করব । দুইটি plugin install করা শেষ হলে আমরা আমাদের IDE মানে Android Studio restart দিব । এর পরে আমাদের Android Studio পুরো দমে Dart এবং Flutter Application Development করার জন্য তৈরি ।