Comments
আজকে আমরা শিখব কিভাবে Dart Programming language এর মধ্যে Comments করতে হয় ।
Last updated
আজকে আমরা শিখব কিভাবে Dart Programming language এর মধ্যে Comments করতে হয় ।
Last updated
কোড লিখার সময় আমরা অনেক সময় নিজেদের মতো করে কোড লিখি যার কারনে অনেক Developer বা অন্য কেউ যখন আমাদের কোড দেখে কিংবা বুঝার চেষ্টা করে তখন তাদের বুঝতে অসুবিধা হয় । এই অসুবিধা দূর করার জন্য এবং সবাই যাতে সুন্দর মতো আমাদের কোড পরতে পারে এর জন্য আমরা চাইলেই আমাদের কোড এর কমেন্ট এর ব্যবহার করতে পারি ।
সব Programming language এর মধ্যে দুই ধরনের কমেন্টই পাওয়া যায় ।
নাহ, কমেন্ট ব্যবহার করলে কোড এর কোন সমস্যা হয় না । যখন আমরা কোন কোড রান করি তখন এটি শুধুমাত্র যেই Instruction দেয়া থাকে সেইগুলাকেই রান করে থাকে । কোন কোড যদি কোন কমেন্ট পায় তাহলে সেইটা skip করে যায় , যার ফলে কমেন্ট কোড এর জন্য কোন সমস্যা এর কারণ তৈরি করে না ।
Hello World
This is my first code
5
true
Hello World
This is my first code
5
true